ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট শুরু সোমবার

‘সম্পর্কের পুনঃনির্মাণ, সমৃদ্ধির দিকে ধাবমান’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হচ্ছে ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট- ২০১৯।

- Advertisement -

চবি সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে দু’দিনব্যাপী উৎসবটি চলবে আগামী ১৮ ও ১৯ মার্চ। এতে দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৭টি সংগঠনের প্রায় আড়াই শতাধিক সাংবাদিক প্রতিনিধি অংশ নেওয়ার কথা রয়েছে।

- Advertisement -google news follower

চবিসাস সূত্রে জানা যায়, দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে।

প্রথম দিনে থাকছে আনন্দ শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, সাংবাদিকতা বিষয়ক লার্নিং সেশন, ক্যাম্পাস ট্যুর ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিমুদ্দীন শ্যামল এবং সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস।

- Advertisement -islamibank

সকাল সাড়ে ৯টায় শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের পর্দা উঠবে। পরে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর বেলা ১১টা থেকে সাংবাদিকতা বিষয়ক লার্নিং সেশন চলবে। পরে মধ্যহ্নভোজের পর আবার লার্নিং সেশন অনুষ্ঠিত হবে। এরপর বিকাল সাড়ে ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এতে দেশসেরা ব্যান্ড দল শিরোনামহীনের পরিবেশনা থাকবে। এছাড়াও আদিবাসী নৃত্য, আবহ সঙ্গীত, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক ব্যান্ড বগিবাজে’র পরিবেশনায় ঐতিহ্যবাহী শাটলের গান।

পরদিন (১৯ মার্চ) কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ১০টায় শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এতে দুইটি লার্নিং সেশন, সম্মাননা প্রদান, ক্যাম্পাস প্রতিনিধিদের মতবিনিময়, কক্সবাজার ট্যুর ও সমাপনী অনুষ্ঠান। এতে কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী উপস্থিত থাকার কথা রয়েছে।

লার্নিং সেশন পরিচালনার করবেন ইন্ডিপেন্ডেন্ট টিভির এক্সিকিউটিভ এডিটর খালেদ মহিউদ্দীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি এবং জিটিভি ও অনলাইন পোর্টাল সারাবাংলা ডট নেটের এডিটর ইন চীফ সৈয়দ ইশতিয়াক রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এহসান জুয়েল। এছাড়াও কমিউনিটি রেডিও শীর্ষক একটি প্রেজেন্টেশনে থাকবেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম বজলুর রহমান।

পুরো আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে প্রাণ আপ। এছাড়া পার্টনার হিসেবে থাকছে কেএসআরএম, বিএনএনআরসি।

জয়নিউজ/নবাব/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM