থানচিতে ২ প্রিসাইডিং অফিসার আহত

বান্দরবানের সাত উপজেলায় বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ১৭৬টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

- Advertisement -

এদিকে থানচিতে এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় প্রিসাইডিং অফিসার দিল মোহাম্মদ এবং সহকারী প্রিসাইডিং অফিসার সাদত হোসেন আহত হয়েছেন।

- Advertisement -google news follower

অপরদিকে, সদরে অবৈধভাবে কেন্দ্রে প্রবেশের চেষ্টার অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর ছোট ভাই ইউনিয়ন সচিব মো. জাহাঙ্গীরকে ৬ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী জয়নিউজকে জানান, সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রার্থীদের পক্ষ থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি। সরকারি কলেজ কেন্দ্র থেকে একজনকে আটক করে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

- Advertisement -islamibank

থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল হক মৃদা জয়নিউজকে বলেন, প্রার্থীর সমর্থকদের হামলায় দুজন প্রিসাইডিং অফিসার আহত হয়েছেন। তারা দুজন থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/আলাউদ্দিন/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM