শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছে আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টায় লিফলট, ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিল করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
শিক্ষার্থীরা জানান, কয়েক বছর ধরে বিদ্যালয়টিতে শিক্ষক সংকট রয়েছে। এ কারণে পাঠদানে শিক্ষকদের হিমশিম খেতে হচ্ছে। বিদ্যালয়ে ১২ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে রয়েছেন ৬ জন শিক্ষক। এছাড়া বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় ছাত্র-ছাত্রীরা পছন্দমত বিষয় নিয়ে পড়াশুনা করতে পারছে না। নতুন শিক্ষক এলেও তদবির করে অন্যত্র চলে যান। দূরত্বের কারণেও অনেক শিক্ষক এখানে আসতে চান না।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইয়াহিয়া জানান, এ ব্যাপারে শিক্ষা অধিদপ্তরে বহুবার চিঠি দেওয়া হয়েছে। ইউএনওকে দিয়ে ফোন করিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। তাছাড়া এ দুর্গম এলাকায় শিক্ষকরা থাকতেও চান না। এজন্য শিক্ষক সংকট লেগেই থাকে।
জয়নিউজ/হাসান/পলাশ/আরসি