হজের শেষ রীতি তাওয়াফ সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পবিত্র শহর মক্কা ছাড়তে শুরু করেছেন হাজিরা। বাসে করে তারা মদিনায় যাচ্ছেন নবীর কবর জিয়ারতের জন্য।
সৌদি স্থানীয় সময় শুক্রবার সকালে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশি হাজিদের নিয়ে প্রথম ফ্লাইটটি ছাড়ে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে বিমান বন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান।
এই বিমানবন্দর দিয়েই ১০ লাখ হাজি দেশে ফিরবেন। প্রথম সপ্তাহে ৫ লাখ হাজি দেশে ফিরতে পারবেন বলে তারা আশা করছেন। হাজিদের নিয়ে শেষ ফ্লাইট ছাড়বে আগামী ২৬ সেপ্টেম্বর।
জয়নিউজ/আরসি