আলোকিত সমাজ বিনির্মাণের প্রত্যয় নিয়ে চট্টগ্রামে ‘রেল পরিবারের মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এ আনন্দ উৎসবে ছিল স্মৃতিচারণ, শিশুশিল্পীদের নৃত্য, ম্যাজিক শো ও সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আবুল মনছুর মো. ফয়েজউল্লা।
শুক্রবার (২৯ মার্চ) রেল পরিবার সুহৃদ সংসদের আয়োজনে রেলওয়ে অফিসার্স ক্লাবে সকাল ১০টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলে সন্ধ্যা পর্যন্ত।
সংগঠনের আহ্বায়ক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ড গাজী সালেহউদ্দিন।
এতে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমরান কবির চৌধুরী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব মো. জাফর আলম, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুল ইসলাম খান, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সালেহউদ্দিন হায়দার সিদ্দিকী ও চট্টগ্রাম জনতা ব্যাংক লি. এর উপমহাব্যবস্থাপক ফারুক আহমদ।