চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন বরেণ্য অভিনেতা আলমগীর। বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সুবর্ণজয়ন্তীতে তাকে এই সম্মাননা দেওয়া হবে।
৫ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বাচসাসের সুবর্ণজয়ন্তীর আয়োজন।
বাচসাস সূত্রে জানা যায়, এবারের আয়োজনে অভিনেতা আলমগীরকে আজীবন সম্মাননা দেওয়ার পাশাপাশি বিশিষ্ট ৫ ব্যক্তিত্বকে দেওয়া হবে ইমেরিটাস অ্যাওয়ার্ড। এঁরা হলেন, কোহিনূর আখতার সুচন্দা ও সৈয়দ হাসান ইমাম (অভিনয়), রুনা লায়লা (সঙ্গীত), মির্জা আবদুল খালেক (প্রদর্শক-লায়ন সিনেমা হলের শতবর্ষ পূর্তিতে) এবং ফরিদুর রেজা সাগর (প্রযোজক)।
এছাড়া বাচসাস প্রতিষ্ঠাকালীন সদস্য সাংবাদিক শাহাদাত হোসেনকে বিশেষভাবে সম্মানিত করা হবে।