লক্ষ্মীপুরে জামাল উদ্দিনকে জবাই করে হত্যার ঘটনায় তার ভাতিজা জাবেদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) রাতে রামগঞ্জের শ্যামপর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৭ মার্চ রোববার বিকালে চাচা জামাল উদ্দিনের গলায় ছুরিকাঘাত করে তার আপন ভাতিজা জাবেদ। পরে ২২ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জামাল উদ্দিন।
এঘটনায় নিহতের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে জাবেদ হোসেন, তার বাবা জাফর আহম্মদ,মা ও বোনসহ ৪ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চন্দ্রগঞ্জ থানার ওসি তদন্ত মো. জাফর আহমদ জয়নিউজকে জানান, হত্যার মূল আসামি জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী জবাইকৃত চুরিও উদ্ধার করা হয়।