হাটহাজারীর চিকনদন্ডীতে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে।
সোমবার (৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে যোগেশ সেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মৃত যোগেশ চন্দ্র সেনের তিন ছেলে দুলাল চন্দ্র সেন (৭০), মাদব চন্দ্র সেন (৬০) ও কেশব চন্দ্র সেন (৫৫)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে যোগেশ চন্দ্র সেনের বাড়িতে শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। পরে বায়েজিদ ও হাটহাজারীর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দলের কর্মীরা প্রায় ১ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জয়নিউজকে বলেন, হাটহাজারী এবং বায়েজিদ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক দলের কর্মীরা যৌথভাবে কাজ করে এক ঘণ্টার মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।