‘সম্প্রচার আইন না মানলে ২ বছরের কারাদণ্ড, লাইসেন্স বাতিল’

যারা সম্প্রচার আইন মানবে না তাদের লাইসেন্স বাতিল করার ঘোষণা করেছে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ।

- Advertisement -

তিনি বলেন, টেলিভিশন শিল্পকে বাঁচাতে সম্প্রচার আইন কঠোরভাবে মানতে হবে। আইন না মানলে লাইসেন্স বাতিলসহ ২ বছরের কারাদণ্ড হবে।

- Advertisement -google news follower

বুধবার (১০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর সঙ্গে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো’র বৈঠকে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, টেলিভিশন শিল্পের স্বার্থ সংরক্ষণ মানে দেশের স্বার্থ সংরক্ষণ করা। বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন চালানোয় শোকজ পাওয়া পরিবেশকরা ১৫ দিনের সময় চেয়েছে। তাদের অনির্দিষ্টকালের জন্য সময় দেওয়া হবে না। আইন তাদের মানতেই হবে।

- Advertisement -islamibank

এসময় অ্যাটকো নেতারা বিজ্ঞাপন ছাড়া ক্লিনফিড চালানোর সিদ্ধান্তে অটুট থাকতে তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানান। টেলিভিশন শিল্পকে আধুনিকায়ন করার কথাও উঠে আসে বৈঠকে।

জয়নিউজ/অভিজিত/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM