সরে দাঁড়ালেন সেনা কর্মকর্তা

সুদানের প্রেসিডেন্ট পদ থেকে ওমর আল বশিরকে সরানোর নেতৃত্বদানকারী সেনা কর্মকর্তাকেও সরে যেতে হলো।

- Advertisement -

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বশিরকে সরিয়ে দিয়ে দুই বছরের জন্য দেশটির ক্ষমতা দখলে নেয় সেনা পরিষদ। আর এই পরিষদের প্রধান করা হয় সুদানের প্রতিরক্ষামন্ত্রী ও শীর্ষ সেনা কর্মকর্তা আওয়াদ মোহাম্মেদ আহমেদ ইবনে আউফকে।

- Advertisement -google news follower

শুক্রবার (১২ এপ্রিল) আওয়াদ নিজেই রাষ্ট্রীয় টেলিভিশনে সরে যাওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে তিনি সেনা পরিষদের নতুন প্রধান হিসেবে লে. জেনারেল আবদেল ফাত্তাহ বুরহানের নাম ঘোষণা করেন।

প্রেসিডেন্ট পদ থেকে বশিরকে সরানো হলেও দেশটির বিপুলসংখ্যক জনতা কারফিউ উপেক্ষা করে রাজধানী খার্তুমের সড়কে বেসামরিক সরকারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে। মূলত তাদের চাপের মুখেই আওয়াদকে সরে যেতে হলো।- বিবিসি।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM