মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা করার ঘটনায় গ্রেপ্তার মাকসুদ আলমকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মাকসুদ সোনাগাজী পৌরসভার কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম সরাফ উদ্দিন আহমদ এ আদেশ দেন।
এর আগে মাকসুদকে গত বৃহস্পতিবার ঢাকায় গ্রেপ্তার করা হয়।
এ মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ছয় আসামি ছাড়াও আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে নূর হোসেন, কেফায়াত উল্যাহ, মোহাম্মদ আলা উদ্দিন, শহিদুল ইসলাম, আবছার উদ্দিন, উম্মে সুলতানা পপি, যোবায়ের হোসেন, জাবেদ হোসেন ও আরিফুল ইসলামকে পাঁচ দিন করে এবং অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাকে সাত দিন রিমান্ডের আদেশ দেন আদালত।