‘সমৃদ্ধশালী দেশ গড়তে মালিক-শ্রমিক সম্মিলিতভাবে কাজ করতে হবে’

বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে মালিক-শ্রমিক সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

বুধবার (১ মে) বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

- Advertisement -google news follower

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রাম, বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন টাইগারপাস, হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন ওয়াসা এবং চসিক সিবিএ পৃথক সমাবেশের আয়োজন করে।

সমাবেশে নগরপিতা বলেন, যেকোনো অধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা। শ্রমিকদের অধিকার ও কল্যাণ প্রতিষ্ঠায় মালিক-শ্রমিক নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। বস্তুতপক্ষে শ্রমিক-মালিক সুসম্পর্ক ছাড়া উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো সহজ উপায় নেই। এ জন্য উভয় পক্ষের পারস্পরিক সুসম্পর্ক, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা অপরিহার্য।

- Advertisement -islamibank

বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রাম

মহান মে দিবস উপলক্ষে বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের উদ্যোগে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় শ্রম দপ্তর চট্টগ্রামের পরিচালক মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসকের প্রতিনিধি আলী হাসান, বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শফর আলী, বাংলাদেশ শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর সভাপতি বখতেয়ার উদ্দীন খান, সাবেক চসিক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী, সাবেক কাউন্সিলর জলিল উদ্দিন ইকবাল, ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, জাতীয় শ্রমিক পার্টির সভাপতি এম এ সাত্তার, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, বাংলাদেশ মুক্ত গার্মেন্টস্ ফেডারেশনের সাধারণ সম্পাদক চন্দন কুমার দে, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস্ ওয়ার্কাস চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কামাল উদ্দিন চৌধুরী ও গার্মেন্টস্ শ্রমিক কর্মচারীলীগ চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক বেগম নাসরিন রহমান এবং কলকারখানা উপ-মহাপরিদর্শক মো. আল আমিন, শিল্প সম্পর্কিত উপ-পরিচালক মো. মহব্বত হোসাইন, বিজিএমই এর প্রাক্তন পরিচালক মহিউদ্দিন আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন শ্রম বিভাগের উপ-পরিচালক মোকশেদুল আলম।

বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন

বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মুরাদপুর সিরাজ শপিং চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ ফকির আহমদের সভাপতিত্বে কাউন্সিলর মোরশেদ আলম বিশেষ অতিথি ছিলেন। অন্যানের মধ্যে কাউন্সিলর শৈবাল দাশ সুমন, চসিক সাবেক কমিশনার জালাল উদ্দিন ইকবাল, বিভাগীয় নির্মাণশ্রমিক ইউনিয়ন সভাপতি নুরুল আমিন, নুর মোহাম্মদ, ওয়াহিদুল আলম শিমুল, ইয়াছিন আরাফাত, আবদুল্লাহ আঅল মামুন, সাকিল আহমদ ও রহমত উল্লাহ প্রমুখ।

চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন

টাইগারপাস চত্বরে চট্টগ্রাম হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন এক সমাবেশের আযোজন করে। ইউনিয়নের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। এদিকে মহান মে দিবস উপলক্ষ্যে ওয়াসার মোড়ে অপর আরেকটি সংগঠন হালকা চট্টগ্রাম হালকা মোটরযান চালক- শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট ২২৬০) ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। এতে উপ পুলিশ কমিশনার হারুন-উর রশিদ হাজারী বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠান সভাপতিত্ব করেন মো. জসীম উদ্দিন। মোহাম্মদ কাজল ইসলামের সঞ্চলনায় এতে স্বাগত বক্তব্য রাখেন মো. ইয়াছিন আরাফাত বিটু। অনুষ্ঠানে শেষে চসিক মেয়রের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওয়াসা মোড়ে এসে শেষ হয়।

চসিক সিবিএ

চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক-কর্মচারী লীগের (সিবিএ) উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিবিএ সভাপতি মো. ফরিদ আহমদের সভাপতিত্বে সভায় সিনিয়র সহসভাপতি জাহেদুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, রতন দত্ত, বাবুল কান্তি সেন, রতন চৌধুরী, সুভাষ চক্রবর্তী, এলেন মুন্সী, পুলক কান্তি দে, শফিকুল ইসলাম ও খোরশেদুল আলম বক্তব্য রাখেন।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM