হালদায় মৎস্যদস্যুর পাতানো জালে ফের মরল প্রায় ৭ কেজি ওজনের মা-মাছ (রুই)।
বুধবার (১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শার আমতোয়া এলাকা থেকে রুই মা-মাছটি উদ্ধার করা হয়।
জানা যায়, উত্তর মাদার্শা আমতোয়া এলাকার মির্জা আলি বাড়ির মৃত গুরা মিয়ার ছেলে মৎস্যদস্যু মো. শামসু ওই দিন ভোরেরাতে হালদা নদীতে ঘেরা জাল বসিয়ে মাছটি নিধন করে। পরে মা-মাছটি বিক্রির জন্য নিদিষ্ট স্থানে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল বলে জানায় স্থানীয়রা।
স্থানীয় চেয়ারম্যান মঞ্জুর হোসেন চৌধুরী মাসুদ বিষয়টি জানতে পেরে নিধনকারীর বাড়ি থেকে বস্তাবন্দি অবস্থায় মা-রুই মাছটি উদ্ধার করে। তবে এ সময় মা-মাছ রেখে পালিয়ে যাওয়ায় মৎস্যদস্যু শামসুকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত মা-মাছটি গ্রাম পুলিশ সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসেন।
উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন জয়নিউজকে জানান, নিধনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত মাছটি সংরক্ষণ করা হবে। বৃহস্পতিবার (২ মে) সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিসার্চ ল্যাবরেটরিতে সংরক্ষণের জন্য পাঠিয়ে দেওয়া হবে।