ফণী মোকাবেলায় চসিকের কন্ট্রোল রুম

ঘূর্ণিঝড় ফণী চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলে আঘাত হানার আশঙ্কায় নগরবাসীর যে কোনো সহায়তার জন্য কন্ট্রোল রুম খুলেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

- Advertisement -

বৃহস্পতিবার (২ মে) সকালে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে এ কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

- Advertisement -google news follower

যে কোনো সহযোগিতার প্রয়োজনে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য চসিকের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ফণি: সিএমপি’র কন্ট্রোল রুম

- Advertisement -islamibank

চসিক’র কন্ট্রোল রুমের ফোন নম্বরগুলো হলো- ০৩১ ৬৩০৭৩৯, ০৩১ ৬৩৩৪৬৯। এছাড়া চসিকের পক্ষ থেকে উপকূলীয় এলাকায় ১০টি সিএনিজচালিত অটোরিকশার মাধ্যমে জনসচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে।

মেয়র জয়নিউজকে বলেন, ঘূর্ণিঝড় ফণী মোকবেলায় চসিক প্রস্তুত রয়েছে। দুর্যোগপূর্ণ মুহূর্তে উপকূলবাসীকে নিরাপদে সরিয়ে আনতে সিটি করপোরেশনের ট্রাক প্রস্তুত রয়েছে। এছাড়া চসিকের পক্ষ থেকে শুকনো খাবার ও পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

চসিকের স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা-কর্মচারীদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ ‍দেওয়া হয়েছে।

জনগণকে আতঙ্কিত না হয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার আহ্বান জানান মেয়র।

জানা যায়, ঘূর্ণিঝড় ফণী শুক্রবার (৩ মে) সন্ধ্যা অথবা শনিবার (৪ মে) সকালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা উপকূলে আঘাত হানতে পারে।

জয়নিউজ/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM