তুলে নেওয়া হয়েছে বিপদ সংকেত

ঘূর্ণিঝড় ফণী দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় সমুদ্র বন্দরগুলোকে বিপদ সংকেত নামিয়ে নিতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

- Advertisement -

ঝড়ের আগে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আসা লোকজন শনিবার (৪ মে) বিকাল থেকে ঘরে ফিরতে পারবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

- Advertisement -google news follower

অতিপ্রবল ঘুর্ণিঝড় ফণী শনিবার সকালে দুর্বল হয়ে বাংলাদেশে ঢোকে। দুপুরে এটি গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়ে টাঙ্গাইল-ময়মনসিংহ অঞ্চলে অবস্থান করছিল। এটি বৃষ্টি ঝরিয়ে আরও দুর্বল হয়ে পড়বে।

মংলা, পায়রা, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে বিপদ সংকেত নামিয়ে শনিবার দুপুর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

- Advertisement -islamibank

তবে ঝড়ের কারণে বায়ুচাপের তারতম্য এবং অমাবশ্যা সমাগত বলে উপকূলীয় জেলাগুলোতে ২ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM