চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক পদে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ৫ মে দুপুর ১টায় শেষ হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আগামী ৯ মে বেলা ১২টায়।
২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ মেয়াদের এ নির্বাচনে অর্ডিনারি ক্যাটাগরিতে ১২ পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৪ জন। অপরদিকে এসোসিয়েট গ্রুপে ৬ পদের বিপরীতে ৬ জন, টাউন এসোসিয়েশন গ্রুপে ৩ পদের বিপরীতে ৩ জন এবং ট্রেড গ্রুপে ৩ পদের বিপরীতে তিন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সূত্র জানায়, আগামী ৯ মে’র মধ্যে যদি অর্ডিনারি ক্যাটাগরিতে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করেন তাহলে এ ক্যাটাগরিতে লড়াই হবে। তবে অপর তিন গ্রুপে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। কারণ এসোসিয়েট, টাউন এবং ট্রেড গ্রুপে যতজন নির্বাচিত হবেন ঠিক ততজনই প্রার্থী হয়েছেন। এসব প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় ওই তিন গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীদের বিজয় একপ্রকার নিশ্চিত।
মনোনয়ন নিলেন যারা
অর্ডিনারি গ্রুপ থেকে পরিচালক পদে মনোনয়নপত্র দাখিল করেন জাভেদ স্টীল মিলস্ লিমিটেডের পরিচালক আনিসুজ্জামান চৌধুরী, আরএসবি ইন্ডাস্ট্রিয়িাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, ম্যাফ সুজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসনাত মো. আবু ওবাইয়া, ক্লিফটন কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, নাহার এগ্রো কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. রকিবুর রহমান, কেএসআরএম স্টীল প্ল্যান্ট লিমিটেডের পরিচালক মো. শাহরিয়ার জাহান, নুদের জাহান করপোরেশনের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন, স্মার্ট জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, পাওয়ার বাংলা করপোরেশনের স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, ব্লু এনার্জি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর হাজ্জাজ, ইন্ডিপেন্ডেন্ট এ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম আবু তৈয়ব, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবীব, শাহজাদা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহজাদা মো. ফৌজুল আলেফ খান এবং প্যাসিফিক জিন্স লিমিটেডের পরিচালক সৈয়দ মো. তানভীর।
এসোসিয়েট গ্রুপ থেকে পরিচালক পদে মনোনয়ন দাখিল করেন সিলভার ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী একেএম আকতার হোসেন, আলম ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী মাহবুবুল আলম, চৌধুরী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. অহীদ সিরাজ চৌধুরী, ফ্যাশন ওয়াচ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, সাব্বির ট্রেডিংয়ের স্বত্বাধিকারী ছৈয়দ ছগীর আহমদ এবং শাওন শিপিং লাইসেন্সের স্বত্বাধিকারী তাজমীম মোস্তফা চৌধুরী।
এছাড়া টাউন এসোসিয়েশন থেকে পরিচালক পদে মনোনয়ন দাখিল করেন কবির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল মান্নান সোহেল, সাফায়েত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জহুরুল আলম এবং সাইফ পোল্টি ফার্মের স্বত্বাধিকারী তরফদার মো. রুহুল আমিন।
অপরদিকে ট্রেড গ্রুপ থেকে পরিচালক পদে মনোনয়ন দাখিল করেন গোল্ডেন কন্টেইনার্স লিমিটেডের পরিচালক বেনাজির চৌধুরী, দি চিটাগাং টেক্সাটাইল মিলস্ লিমিটেডের চেয়ারম্যান সালাহ্উদ্দীন কাসেম খান এবং জে এ পরিবহনের স্বত্বাধিকারী সৈয়দ জামাল আহমেদ।