হাটহাজারীর কাটিরহাট বাজারে মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং মিশিয়ে তৈরি করা হচ্ছে জিলাপি, বেগুনি এবং আলুর চপসহ নানান রকমের ইফতার সামগ্রী!
শুক্রবার (১০ মে) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ চিত্র দেখা যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারীর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও রুহুল আমীন জানান, কাটিরহাট বাজারে মানবদেহের জন্য ক্ষতিকর কাপড়ের রং মিশিয়ে নানা রকমের ইফতার সামগ্রী তৈরির অপরাধে এক বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা এবং নকল বাঘা বাড়ির ঘি এবং বিক্রয় নিষিদ্ধ পলিথিন বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই দোকান থেকে প্রায় ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়।