বুবলি হত্যাকাণ্ডে তিন আসামি রিমান্ডে

নগরের বাকলিয়ায় ভাইকে না পেয়ে বোনকে খুনের মামলার তিন আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ মে) চট্টগ্রাম মহানগর হাকিম আল ইমরান খান তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

- Advertisement -

তিন আসামি হলেন মো. মুছা, আহম্মদ কবির ও নবী হোসেন।

- Advertisement -google news follower

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন জয়নিউজকে জানান, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এ মামলায় আরেক আসামি নূর আলমকে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার (১১ মে) রাত ১০টার দিকে নগরের বাকলিয়া থানার বজ্রঘোনা মদিনা মসজিদ এলাকায় বাবার বাড়িতে বেড়াতে আসা বুবলী আক্তার (২৮) নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়। রাতেই বুবলীর বাবা বাদি হয়ে ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

- Advertisement -islamibank

মামলার প্রধান আসামি শাহ আলম হত্যাকাণ্ডের ৬ ঘণ্টার মধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

জয়নিউজ/রুবেল/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM