বাঁশখালীর জঙ্গল শীলকূপ পাহাড়ি এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে সিরাজুল হক নামের এক কৃষকের বাড়ি দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসময় তার দুই স্ত্রী সাবিয়া বেগম (৪০) ও রোকেয়া বেগমকে (৪৩) বেধড়ক পিটিয়ে আহত করে।
রোববার (১৯ মে) রাত ২টায় এ ঘটনা ঘটে।
কৃষক সিরাজুল হক জয়নিউজকে বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে জঙ্গল শীলকূপ পাহাড়ি এলাকায় পৈত্রিক ১২০ শতক জমির মধ্যে ঘর-বাড়ি তৈরি করে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে আসছি। রোববার রাতে আমি বাড়ি ছিলাম না। এ অবস্থায় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী গুলি চালিয়ে আমার বাড়ি দখল করে নেয়। ওই সময় আমার দুই স্ত্রী সাবিয়া বেগম ও রোকেয়া বেগম বাঁধা দিলে তাদের বেধড়ক মারধর করে ঘর থেকে বের করে দেয়। সন্ত্রাসীরা ওই সময় ঘরের স্বর্ণলংকার ও নগদ টাকা লুট করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি।
বাঁশখালী থানার কর্তব্যরত এস আই মো. হাবিবুর রহমান জয়নিউজকে বলেন, থানায় এ ধরণের অভিযোগ কেউ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।