রশিদকে টপকে আবারও শীর্ষে সাকিব

আফগানিস্তানের রশিদ খানকে টপকে আবারও আইসিসি অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। আসন্ন বিশ্বকাপে নাম্বার ওয়ান অলরাউন্ডারের তকমা নিয়েই মাঠে নামবেন সাকিব।

- Advertisement -

এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে সরিয়ে আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের শ্রেষ্ঠত্ব নিয়েছিলেন আফগানিস্তানের তরুণ ক্রিকেটার রশিদ খান।

- Advertisement -google news follower

ইনজুরি থেকে ফিরে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে পারফর্ম করে আবার নিজের জায়গা দখলে নেওয়া সাকিবের বর্তমান ওয়ানডেতে রেটিং ৩৫৯, যেখানে দ্বিতীয় স্থানে নেমে যাওয়া রশিদ আছেন সাকিবের থেকে ২০ রেটিং পয়েন্ট কম অর্থাৎ ৩৩৯ রেটিং পয়েন্টে। তবে যথারীতি ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাংকিংয়ের তৃতীয় স্থানে রয়েছেন আরেক আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি, তার ঝুলিতে রয়েছে ৩১৯ রেটিং পয়েন্ট।

সেরা পাঁচে নেই কোন ভারতীয় ক্রিকেটারের নাম। ২৮৯ রেটিং নিয়ে সতীর্থ মোহাম্মদ হাফিজকে টপকে চতুর্থ স্থানে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং ২৭৯ রেটিং নিয়ে ৫ম স্থানে যথারীতি নিউজিল্যান্ডের মিচেল স্যান্টার।

- Advertisement -islamibank

ওয়ানডেতে রশিদকে টপকে শীর্ষে উঠে আসলেও টেস্ট অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে উইন্ডিজ দলপতি জেসন হোল্ডারের নিচে অর্থাৎ দুই নম্বরে অবস্থান সাকিবের। টি-টোয়েন্টিতেও একই অবস্থান টাইগার অলরাউন্ডারের। সেখানে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM