মানবসেবাই সর্বোত্তম ইবাদত। মানব কল্যাণমূলক কাজে জড়িত থাকা, মানবসেবায় নিজেদেরকে নিয়োজিত রাখার শিক্ষা আমরা আউলিয়া-এ কিরামের দরবার থেকে পেয়ে থাকি। আর্তমানবতার সেবায় যারা এগিয়ে আসেন, যাদের দ্বারা মানুষ উপকৃত হয় তারাই মূলত মানবতার সেবক।
বৃহস্পতিবার (২৩ মে) নগরের আগ্রাবাদ চেম্বার হাউসে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট পরিচালিত ‘দারিদ্র্য বিমোচন প্রকল্প’ হতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠিকে শিক্ষা, চিকিৎসা, বিবাহ, গৃহ নির্মাণখাতে আপদকালীন সহায়তা প্রদানের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৮ জনকে কয়েক লক্ষ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদানকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো. ফারুক প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’ দারিদ্র্য বিমোচন প্রকল্প (যাকাত তহবিল) গঠন করে মানব সম্পদ উন্নয়ন ও বাস্তবভিত্তিক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির বন্ধুতে পরিণত হয়েছে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকেএমইএর সিনিয়র যুগ্ম সচিব মো. আলতাফ উদ্দিন, চট্টগ্রাম চেম্বারের মিডিয়া ইনচার্জ মো. মোকাম্মেল হক খান, দারিদ্র্য বিমোচন প্রকল্প পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ ও প্রচার সম্পাদক আহসান উল্লাহ।