মানবাধিকার সংস্থা এফটিডিইএস জানিয়েছে, ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে ৭৫ অভিবাসীবাহী একটি নৌকাকে বন্দরে ভিড়তে দেওয়া হচ্ছে না। ওই অভিবাসীদের মধ্যে ৬৪ জন বাংলাদেশি আছে বলে জানা গেছে।
সংস্থাটি জানায়, বিকল ইঞ্জিন নিয়ে ভূমধ্যসাগরে ভাসার সময় অভিবাসীবাহী নৌকাটিকে তিউনিসিয়া কর্তৃপক্ষ আটকে দেয়। পরে মিশরের একটি টাগ বোট দিয়ে তাদের জাহাজে নিয়ে আসা হয়।
এ ব্যাপারে জাহাজের নাবিক জানান, ভূমধ্যসাগর থেকে উদ্ধার করা অভিবাসীদের জাহাজে আশ্রয় দেওয়া হলেও তিউনিসিয়ার উপকূলীয় শহর জার্জিস বন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আর মাত্র দু’দিনের খাবার ও পানি আছে বলেও জানান তিনি।
জাহাজটিতে ৬৪ বাংলাদেশি ছাড়াও মিশরের ৯ জন, মরক্কোর ১ জন ও সুদানের ১ জন নাগরিক রয়েছে।
স্থানীয় সরকারের দাবি, কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া নতুন কোনো অভিবাসীকে গ্রহণ করতে পারবে না তারা।
জয়নিউজ/আরসি