স্কোরবোর্ডে রান উঠেছে সাকুল্যে ২৪৪। ইংল্যান্ডের কন্ডিশনে উইনিং স্কোর বলা যাবে না কিছুতেই। তবু ক্রিকেট বলে কথা। এই মাঝারি পুঁজি নিয়েই জয় তুলে নিতে মাঠে নামবেন মাশরাফি বাহিনী।
আগের খেলার মতো বুধবারের (৫ জুন) ম্যাচেও টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। দুই ওপেনারের ব্যাটে শুরুটা ভালোই হয়েছিল। আট ওভারেই তামিম-সৌম্য তুলে নেন ৪৫ রান।
তবে সেই ভালো শুরুটা ভালো থাকেনি বেশি সময়। ২৫ বলে ২৫ রান করে ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে ফিরেছেন সৌম্য।
তামিমও টেকেননি বেশিক্ষণ। ব্যক্তিগত ২৪ রানে লকি ফার্গুসনের বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে ফিরেছেন তামিম।
এরপর সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম (১৯)। অন্যদিকে ফিফটি করে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে উইকেটকিপারের কাছে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান (৬৪)।
এরপরের ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া-আসার মিছিলে। মিথুন ২৬ ও মাহমুদুল্লাহ ২০ রান করে আউট হন। শেষদিকে সাইফুদ্দিনের ২৯ রানের ইনিংস বাংলাদেশকে ২৪৪ রানের মাঝারি সংগ্রহে পৌঁছে দেয়।