বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মাঝেই গণতন্ত্রের মুক্তি নিহিত বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
মঙ্গলবার (১৮ জুন) দুপুরে তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কর্ণফুলী থানা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় দোস্ত বিল্ডিংয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
শামীম বলেন, দেশে আজ নূন্যতম আইনের শাসন নেই। নেই কথা বলার অধিকার। একটি অগণতান্ত্রিক সরকার কখনোই দেশে সুশাসন কায়েম করতে পারেনা। দেশে সুশাসন ও ন্যায় বিচার যদি থাকতো তাহলে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় বন্দী থাকতেন না। অনির্বাচিত হাসিনা সরকার বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায় বলে তাকে জেলখানায় আটকে রেখে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি আরো বলেন, অপচেষ্টা রুখতে প্রয়োজন একটি শক্তিশালী আন্দোলন। শিগগির দল পুনর্গঠন করে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের ডাক দেওয়া হবে। সকলকে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।
কর্ণফুলী উপজেলা বিএনপির সভাপতি এহসান খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশীদ হারুন, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, মোশারফ হোসেন, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট ফোরকান, আলি আব্বাস, মামুন মিয়া, মো. শাহাজান, সৈয়দ সাইফুদ্দীন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দীন সালাম মিঠু, মো. আজগর, শহীদুল ইসলাম ও শামীমা আক্তার প্রমুখ।