বাঁশখালীর মধ্যম সরল গ্রামে শুক্রবার র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সহোদর দুই ডাকাতের জানাজায় মানুষের ঢল নামে।
শনিবার (২২ জুন) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত ওই জানাজায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া অনেক মহিলা নিহতদের বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
আরও পড়ুন: বাঁশখালীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডাকাত নিহত
দক্ষিণ সরল গ্রামের মৌলভী শেখান্দর হুজুর মাজারের সামনে লবণ মাঠে জানাজা শেষে সন্ধ্যা ৭টায় নিজ বাড়ির কবরস্থানে লাশ দাফন করা হয়।
অপরদিকে ডাকাত জাফরের বিরোধী শিবিরে তার মৃত্যুর খবরে মিষ্টি বিতরণ করা হয়েছে।
উল্লেখ, গত শুক্রবার দুপুরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মধ্যম সরলের মৃত জয়নাল আবেদীনের ছেলে দুর্ধর্ষ ডাকাত ও সন্ত্রাসী জাফর আহমদ (৪৮) ও তার ছোট ভাই খলিল আহমদ (৪৩) নিহত হন। ডাকাত জাফরের বিরুদ্ধে বাঁশখালী থানায় ২৭টি মামলা রয়েছে। এছাড়া ১১টি মামলায়ি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।