চোর ধরবে ক্যামেরা

যুক্তরাষ্ট্রের সুপার মার্কেট জায়ান্ট ওয়ালমার্ট চোর শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করছে। এসব ক্যামেরা ইমেজ রিকগনিশন পদ্ধতির সাহায্য নিয়ে কাজটি করছে বলে জানা গেছে।

- Advertisement -

ওয়ালমার্টের সর্বাধুনিক এসব ক্যামেরা মানুষ ট্র্যাক করার পরিবর্তে মূলত পণ্য ট্র্যাক করবে। কোনও পণ্য ক্যাশ বিভাগে স্ক্যানিং ছাড়াই শপিংব্যাগে ঢোকানো হলে তা চিহ্নিত করবে এবং এই সমস্যা সমাধানের জন্য ওয়ালমার্টের একজন কর্মীকে ডাকবে।

- Advertisement -google news follower

ওয়ালমার্ট জানিয়েছে, এই প্রযুক্তি ব্যবহারের পর থেকে চুরি বা ভুলের কারণে পণ্য হারানোর পরিমাণ কমে এসেছে।

প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ১ হাজার স্টোরে এ ধরনের ক্যামেরা ব্যবহার করছে। ওয়ালমার্টের এই প্রকল্পটিকে মিসড স্ক্যান ডিটেকশন বাই ওয়ালমার্ট নামে ডাকা হচ্ছে। ওয়ালমার্ট কৃত্রিম বুদ্ধিমত্তার যে ক্যামেরা ব্যবহার করছে সেটি সরবরাহ করেছে আয়ারল্যান্ডের প্রযুক্তি প্রতিষ্ঠান এভারসিন।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM