২৭ জুন চট্টগ্রামে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের নারী পুলিশ সদস্যদের ভালো কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড দেয় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএএন)। এবারের বাংলাদেশ পুলিশ উইমেন অ্যাওয়ার্ড ২০১৯ প্রদান অনুষ্ঠান হতে যাচ্ছে চট্টগ্রামে। ২৭ জুন সকাল ১১টায় নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

- Advertisement -

রোববার (২৪ জুন) বেলা ১২টায় নগরের দামপাড়া সিএমপি পুলিশ লাইন্সে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান সিএমপি কমিশনার মো.মাহবুবর রহমান।

- Advertisement -google news follower

প্রথমবারের মতো ঢাকার বাইরে অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল জাবেদ পাটোয়ারী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার বলেন, সারাদেশে পুলিশে ৭ শতাংশ নারী সদস্য কাজ করেন। তাদের মধ্য থেকে কাজের স্বীকৃতিস্বরূপ ১০ পুলিশ সদস্যকে দেওয়া হচ্ছে এই পুরস্কার। তবে এবার প্রথমবারের মতো কোনো পুরুষ পুলিশ কর্মকর্তা হিসেবে এই অ্যাওয়ার্ড পাচ্ছেন সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।

- Advertisement -islamibank

একইদিন বিকাল ৪টায় জিইসি কনভেনশন হলে সিএমপি’র উদ্যোগে অনুষ্ঠিত হবে কমিউনিটি পুলিশিংয়ের মহাসমাবেশ। স্বরাষ্ট্রমন্ত্রী এই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন বলে জানান মাহবুবর রহমান।

এতে আরো উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, সংসদ সদস্য মঈনুদ্দিন খান বাদল ও এমএ লতিফ।

কমিউনিটি পুলিশিং মহাসমাবেশের ব্যাপারে সিএমপি কমিশনার বলেন, বিকাল ৪টায় সিএমপি কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হবে। র‌্যালিটি জিইসি কনভেনশনে গিয়ে শেষ হবে। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে এই মহাসমাবেশ জোরালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হারুন-উর-রশিদ হাজারী, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মো. আব্দুল ওয়ারিশসহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM