এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত: জিএম কাদের

চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

- Advertisement -

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে চেয়ারম্যানের বনানী অফিসে এরশাদের শারীরিক সর্বশেষ অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন হয়।

- Advertisement -google news follower

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গেল তিনদিন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। তবে চিকিৎসকরা তাঁকে বিশ্বমানের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সিএমএইচের চিকিৎসকরা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সঙ্গে আলাপ-আলোচনা করেই তাঁর চিকিৎসা দিচ্ছেন। তাই এখানকার চিকিৎসকরা মনে করলেই তাঁকে বিদেশ নেওয়া হবে অথবা বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ডাকা হবে।

- Advertisement -islamibank

জিএম কাদের বলেন, এরশাদের ফুসফুসের সংক্রমণ কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না। এ কারণে তাঁর শরীরে পানি জমেছে।

শুক্রবার (৫ জুলাই) দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ করেছেন তিনি।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM