বামজোটের শান্তিপূর্ণ হরতাল

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতাল পালিত হয়েছে নিরুত্তাপ ও শান্তিপূর্ণভাবে।

- Advertisement -

হরতালের সমর্থনে রোববার (৭ জুলাই) ভোর ৬টা থেকে নিউমার্কেট এলাকায় মিছিলের মধ্য দিয়ে শুরু হয় বাম নেতাকর্মীদের কর্মসূচি।

- Advertisement -google news follower

এরপর নগরের  নিউমার্কেট মোড়, কদমতলী মোড়, টাইগারপাস মোড়, আন্দরকিল্লা মোড়, সিনেমা প্যালেস মোড়, জিইসি মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পথসভা করে তারা।

বামজোটের শান্তিপূর্ণ হরতাল | FB IMG 1562487667101

- Advertisement -islamibank

তবে হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সিনেমা প্যালেস মোড়ে হরতালের সমর্থনে পথসভায় পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বামজোট নেতারা।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নেতা আল কাদেরী জয় বলেন, সকাল থেকে আমরা শান্তিপূর্ণভাবে হরতালের সমর্থনে কর্মসূচি পালন করেছি ৷ সিনেমা প্যালেস মোড়ে পুলিশি বাধার মুখেও আমরা পথসভা করেছি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. মহসিন জয়নিউজকে বলেন, পিকেটাররা শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ করেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বামজোটের শান্তিপূর্ণ হরতাল | received 468021033764355

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের আধাবেলা হরতালে সকাল থেকে চট্টগ্রামে পিকেটিংয়ে অংশ নেয় বাসদ, সিপিবি, গণসংহতি, বাসদ (মার্কসবাদী), গণমুক্তি ইউনিয়নসহ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

জয়নিউজ/পার্থ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM