লক্ষ্মীপুর রামগঞ্জের সমেষপুর এলাকা থেকে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ( ৬ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ আলম ভাদুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের আলী আহম্মদের ছেলে।
এসময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রামগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে সমেষপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোরশেদ আলম পুলিশের তালিকাভুক্ত ডাকাত বলে জানিয়েছে পুলিশ।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জয়নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সমেষপুর এলাকায় একটি মৎস্য খামারে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।