ইডিইউর শিক্ষার্থীরা পাচ্ছে একাডেমিক এডভাইজর

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে ক্যারিয়ার গঠনে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয় গ্র্যাজুয়েটদের। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সঠিক গাইডলাইন না পাওয়ায় অনেকেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই পারে না। তাই শিক্ষার্থীদের একজন পথপ্রদর্শকের প্রয়োজন হয়।

- Advertisement -

‘শিক্ষার্থীরা যাতে বিশ্ববিদ্যালয় জীবনেই পরিপূর্ণ পরিচর্যা পায়, তা নিশ্চিত করতে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য রাখছে একাডেমিক এডভাইজর।’ যোগ করেন তিনি।

- Advertisement -google news follower

রোববার (৭ জুলাই) সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন।

সভায় আরো উপস্থিত ছিলেন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. নাজিম উদ্দিন, স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মোহাম্মদ রকিবুল কবির, কোয়ালিটি অ্যাশিওরেন্স এন্ড এক্সটার্নাল রিলেশনস ডিরেক্টার মাহমুদুর রহমান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ফারহানা আহমদ সিগমা, প্রভাষক তাসমিম চৌধুরী বহ্নি ও রিদওয়ান করিম।

- Advertisement -islamibank

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM