প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তবেই মুসলমানদের ভাগ্য নিয়ে কেউ খেলতে পারবে না। এজন্য ওআইসি সদস্য দেশগুলোকে সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে দুই দিনব্যাপী ‘ওআইসি সিটি অব ট্যুরিজম-২০১৯’ এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠানের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্য ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হতে হবে। এজন্য রোডম্যাপ থাকা জরুরি।
এ সময় পর্যটক বাড়াতে ওআইসি দেশগুলোকে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ওআইসির অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মুসা কুলাকলিকায়াসহ ৩০টি সদস্য দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অধিবেশনের পর বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি) বিকালে ওআইসি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের জন্য ঢাকা শহরে ট্যুরের ব্যবস্থা করেছে। ওআইসি প্রতিনিধিদল শুক্রবার (১২ জুলাই) নারায়ণগঞ্জে পানাম নগরী পরিদর্শন করবে।
জয়নিউজ/আরসি