কক্সবাজারে ট্রলারডুবির ঘটনায় আরও তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা জেলে বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে ট্রলারডুবির ওই ঘটনায় মোট নয়জনের লাশ উদ্ধার করা হলো। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে দুইজনকে। এখনো নিখোঁজ আছেন তিনজন।
উদ্ধার হওয়া তিন লাশের মধ্যে বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে হিমছড়ি এলাকা থেকে একজন, বিকালে মহেশখালীর হোয়ানক এলাকা থেকে একজন এবং রাত ১০টার দিকে সমিতিপাড়া এলাকা থেকে আরও একজনের লাশ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
বুধবার (১০ জুলাই) ভোরে সৈকতের সীগাল পয়েন্ট থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেরা জানান, মাছ ধরার নিষেধাজ্ঞা সত্ত্বেও জীবিকার জন্য কয়েকদিন আগে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যান কয়েকজন। মঙ্গলবার (৯ জুলাই) রাতে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটির মালিকের নাম মিন্টু বলে জানা গেছে। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার।
জয়নিউজ/আরসি