বাংলাদেশ ক্রিকেটের নতুন স্পন্সর ‘ইউনিলিভার’

মাশরাফি-সাকিবদের নতুন স্পন্সর হিসেবে চুক্তি করেছে বহুজাতিক প্রতিষ্ঠান ‘ইউনিলিভার’। আসন্ন এশিয়া কাপসহ দীর্ঘমেয়াদেই বাংলাদেশ জাতীয় দলের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে তারা।

- Advertisement -

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সেই নতুন স্পন্সরের নাম জানা গেলো। আনুষ্ঠানিকভাবে বিসিবির পক্ষ থেকে এখনও ‘ইউনিলিভার’ নাম না জানালেও এটি অনেকটাই নিশ্চিত।

- Advertisement -google news follower

কারণ এদিন ‘লাইফবয়’ লোগো সহ প্র্যাকটিস কিট পরে মিরপুর শের ই বাংলা সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত হন প্রধান কোচ স্টিভ রোডস ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

উল্লেখ্য, এর আগে হঠাৎ করেই ২৬ আগস্ট বেসরকারি মোবাইল সেবা প্রতিষ্ঠান ‘রবি টেলকম’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের চুক্তি থেকে সরে দাঁড়ায়। সে সময় কোন পক্ষই এর কারণ না জানালেও পরবর্তীতে জানা যায়, সিনিয়র ক্রিকেটারদের অন্যান্য মোবাইল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি থাকার কারণেই রবি সড়ে দাঁড়ায়।

- Advertisement -islamibank

 

জয়নিউজ/এসআই

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM