খলিফাপট্টিতেও হ্যালো ওসির দারুণ সাড়া

মো. দিদারুল আলম (৩২)। নগরের দেওয়ান বাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী। সাত মামলার এই আসামি হঠাৎ হ্যালো ওসি বুথে হাজির। এসেই কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনকে বলল, স্যার, আমি একটা সুযোগ চাই। আমি ভালো হতে চাই। একটু সহযোগিতা করুন। তার সঙ্গে হাজির আরও অনেকেই। তারা সবাই ফিরতে চায় সুপথে।

- Advertisement -

দৃশ্যটি বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে নগরের ঘাটফরহাদবেগ খলিফাপট্টির। চলতি মাসে দ্বিতীয়বারের মতো যেখানে হ্যালো ওসি কর্মসূচির আয়োজন করেছিলেন ওসি মোহাম্মদ মহসিন।

- Advertisement -google news follower

শুধু দিদারুল আলম নন, বৃহস্পতিবার আরো ৮ জন বিভিন্ন মামলার আসামি এসে ভালো পথে আসার প্রতিজ্ঞা করেন। তারা হলেন, ছয় মামলার আসামি মো. সালাহ উদ্দিন দুলাল (৩৬), এক মামলার আসামি জান্নাতুন্নাহার (৫০), মো. শাহফার হোসাইন প্রকাশ লালু (৩৭), মো. আবু বক্কর সিদ্দিক প্রকাশ অনিক (২৪), মো. ইয়াছিন ফারুক (৪৫), মোঃ আব্দুস সালাম (৫৫), মো. রাশেদ (৩১) ও হাজী মো. শাহ আলম (৪৩)।

খলিফাপট্টিতেও হ্যালো ওসির দারুণ সাড়া

- Advertisement -islamibank

বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫ থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত খলিফাপট্টিতে এ কর্মসূচি পালিত হয়। সাধারণ জনগণ স্বতস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে।

এ ব্যাপারে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জয়নিউজকে বলেন, হ্যালো ওসি- ওসির ইমেজ বাড়ানোর কোনো প্রকল্প নয়। পুলিশের অবকাশ যাপনের কোনো রুটিনওয়ার্কও নয় এটি। এটি অপরাধ নিয়ন্ত্রণের নতুন কৌশল মাত্র। বৃহস্পতিবার দেওয়ান বাজার খলিফাপট্টি এলাকায় হ্যালো ওসি বুথে এসেছিলেন ৯ মাদক কারবারি। তারাও ফিরতে চায় সুপথে। চায় আমাদের সহযোগিতা। আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে আমরাও তাদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছি।

ওসি মহসীন জানান, পুলিশ কমিশনার প্রত্যেক থানার ওসিকে মাসে অন্তত একবার এ কর্মসূচি পালনের নির্দেশ দিলেও তিনি মাসে ৪ বার এ কর্মসূচি পালন করবেন।

প্রসঙ্গত, গত ১০ জুলাই নগরের মাদকের আখড়া হিসেবে পরিচিত চৌদ্দ জামতলা এলাকায় ‘হ্যালো ওসি’ নামে ভ্রাম্যমাণ বুথ বসিয়ে এই কার্যক্রম শুরু করেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন। প্রথম দিনেই কয়েকজন মাদক বিক্রেতা আত্মসমর্পণের পাশাপাশি বুথে এসে অন্ধকার জগত ছাড়তে ওসি’র সহযোগিতা চান কয়েকজন। এরপর বুধবার (১৭ জুলাই) দামপাড়া পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় সিএমপির বাকি ১৫ থানার ওসিকে মাসে কমপক্ষে একদিন প্রান্তিক ও জনবহুল এলাকায় গিয়ে ‘হ্যালো ওসি’ কর্মসূচি পালনের নির্দেশ দেন পুলিশ কমিশনার মাহবুবর রহমান।

জয়নিউজ/আরডি/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM