দুদক চেয়ারম্যানের মন্তব্য বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিকে দুর্নীতি হিসেবেই দেখব। সরল বিশ্বাস বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন, তা আমাকে জানতে হবে। তবে দুর্নীতি দুর্নীতিই। এটাকে অন্যভাবে দেখার কোনো উপায় নেই।
শুক্রবার (১৯ জুলাই) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও তাদের ইন্ধনদাতাদের প্রসঙ্গে কাদের বলেন, যারা বিদ্রোহে ছিল বা সহায়তা করেছে তাদের ব্যাপারে সংশ্লিষ্ট সংগঠন থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির সাংগঠনিক কাজে সরকার বাধা দিচ্ছে, বিএনপির এমন অভিযোগ বিষয়ে কাদের বলেন, বিএনপির কোথাও কোনো সভায় পুলিশ বাধা দেয়নি। সবখানে তারা সভা করার অনুমতি পাচ্ছে। সরকারের বিরুদ্ধে এটা বিএনপির কল্পিত অভিযোগ ছাড়া আর কিছু নয়।
জাতীয় পার্টির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, রাজনীতিতে তারাই টিকে থাকবে যারা সময়োপযোগী রাজনীতি চর্চা করবে।
জয়নিউজ/আরসি