খাগড়াছড়ির গুইমারায় ধর্ষণ মামলার পলাতক আসামি আমীর হোসেনকে (৩০) তথ্যপ্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১টায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বনরুপা হাউজিং সোসাইটি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গুইমারা থানা পুলিশ জানায়, উপজেলার আরভারি এলাকার কসম্পা ত্রিপুরার মেয়ে দিপুরানী ত্রিপুরার সঙ্গে নানা প্রলোভন দেখিয়ে শারিরীক সম্পর্ক স্থাপন করে আমীর হোসেন। ফলে সে গর্ভবতী হয়। একপর্যায়ে দিপুরানীকে গর্ভপাত ঘটানোর চাপ দেয় আমীর। পরে দিপুরানীর বাবা গত ২৪ মার্চ গুইমারা থানায় মামলা দায়ের করেন। তখন থেকে আমীর হোসেন পলাতক ছিল।
গুইমারা থানার উপ-পরিদর্শক প্রতুল কুমার শীলের নেতৃত্বে পুলিশের একটি দল ১৮ জুলাই গভীর রাতে আমীরকে আটক করে। সে মাটিরাঙা উপজেলার রসুলপুর এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া জয়নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।