রাউজান উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে আমন ধানের চারা রোপণ শুরু করেছে কৃষক। উপজেলার উঁচু এলাকায় চারা রোপণ শুরু হলেও, নিচু এলাকায় এখনো চারা রোপণ করতে পারেনি কৃষক। নিচু এলাকার ফসলি জমিতে এখনো পানি থাকায় ও বন্যায় বীজতলা নষ্ট হওয়ায় কৃষক নতুন করে বীজতলা তৈরি করছে।
উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল জানান, রাউজানে ২০১৯-২০ সালে আমন ধানের বীজতলার লক্ষ্যমাত্রা রয়েছে ৭শ’ ৫০ হেক্টর জমিতে। এরমধ্যে অর্জিত হয়েছে ৫শ’ ৫২ হেক্টর । কিছু কিছু এলাকায় আমন ধানের বীজতলা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত বীজতলা আবারো নতুন করে তৈরি করছে কৃষক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার আমন মৌসুমে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ১১ হাজার ২৭৬ হেক্টর জমিতে আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। এরমধ্যে হাইব্রিড জাতের ধান হবে ৭০ হেক্টরে, উফসী ১১ হাজার ১৬ হেক্টরে ও স্থানীয় জাতের ধান ১৯০ হেক্টর জমিতে।
বর্তমানে উপজেলার উঁচু এলাকায় ৩শ’ ৭৫ হেক্টর জমিতে আমন চারা রোপণ করা হয়েছে ।
জয়নিউজ/শফি/আরসি