সৌদি বাদশাহর বড় ভাইয়ের মৃত্যু

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সৎ ভাই প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদ মারা গেছেন। রোববার (২৮ জুলাই) রাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি।

- Advertisement -

তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি সৌদ রাজ পরিবারের প্রয়াত রাজা আবদুল আজিজ আল সৌদের ১০ম পুত্র ছিলেন। তিনি প্রয়াত রাজা আবদুল আজিজ আল সৌদের জীবিত সন্তানদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ছিলেন। তবে প্রিন্স বন্দরের ছেলেরা দেশটির গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

- Advertisement -google news follower

সোমবার (২৯ জুলাই) মক্কায় এশার নামাজের পর মসজিদুল হারামে প্রিন্স বন্দর বিন আবদুল আজিজ আল সৌদের জানাজা অনুষ্ঠিত হবে ।

এদিকে প্রিন্স বন্দরের মৃত্যুতে রাজ পরিবারের সদস্যরা শোক প্রকাশ করেছেন। আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মেদ বিন রাশিদ আল মাকতুম, আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ান এবং আরব আমিরাতের সেনাবাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার বাদশাহ সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM