নগরের হামজারবাগের মোমিনবাগ আবাসিক এলাকায় শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গৃহকত্রী অ্যাডভোকেট শ্যামলী ভট্টাচার্যকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জুলাই) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমানের আদালত তাকে জামিন দেন।
আদালতের তথ্য এসি প্রসিকিউশন কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, ৮ মাসের গর্ভাবস্থায় থাকায় শ্যামলীকে আদালত জামিন দিয়েছে।
উল্লেখ, রোববার (২৮ জুলাই) দুপুরে রিয়াদ নামের শিশুটি নির্যাতন সহ্য না করতে পেরে হামজারবাগের মোমিনবাগ আবাসিক এলাকার মোমিন টাওয়ারের আটতলার একটি বাসার গ্রিল কেটে পালানোর চেষ্টা করে। ওই সময় বাড়ির দারোয়ান ও স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে তাকে উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু গৃহকর্মী রিয়াদকে উদ্ধার করে। পরে অভিযুক্ত নারী আইনজীবি শ্যামলী ভট্টাচার্যকে জিজ্ঞাসবাদ করে পাঁচলাইশ থানা পুলিশ। অভিযোগের সত্যতা পেয়ে তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করে।