ডেঙ্গু নিয়ে ভুল রিপোর্টের অভিযোগ শেভরণের বিরুদ্ধে

নগরের শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরির বিরুদ্ধে ডেঙ্গু নিয়ে ভুল রিপোর্ট দেওয়ার অভিযোগ করেছেন ইনামুল হক নামে এক ভুক্তভোগী। ইনামুলের রক্ত পরীক্ষায় ডেঙ্গুর জীবাণু রয়েছে বলে রিপোর্ট দেয় শেভরণ।

- Advertisement -

ইনামুল হক জয়নিউজকে বলেন, প্রথমে শেভরণে ডেঙ্গু শনাক্তের পরীক্ষার রিপোর্টে ডেঙ্গুর জীবাণু রয়েছে উল্লেখ করলেও পরবর্তীতে একই পরীক্ষা সিএসসিআরে করাই। কিন্তু সেখানকার রিপোর্টে আসে আমার শরীরে ডেঙ্গুর জীবাণু নেই। পরে আমি রিপোর্ট দুটি মেডিসিন বিশেষজ্ঞ ডা. আমির হোসেনকে দেখাই।

- Advertisement -google news follower

তিনি আরো বলেন, ডেঙ্গু নিয়ে এমন আতঙ্কের সময় এ ধরণের ভুল রিপোর্ট আসলে আমরা কোথায় যাবো? বিষয়টি তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে জানিয়েছে বলেও জানান।

এ বিষয়ে শেভরণের জেনারেল ম্যানেজার পুলক পারিয়ালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কথা বলতে অফিসে আসেন।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM