কাস্টমসের ৭ কর্মকর্তাসহ ২৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

চট্টগ্রাম কাস্টমস হাউজের ৭ কর্মকর্তা ও ১৭ আমদানিকারকসহ মোট ২৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

- Advertisement -

মঙ্গলবার (৬ আগস্ট) দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলা, আফরোজা হক খান এবং উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বাদি হয়ে মামলাগুলো দায়ের করেন।

- Advertisement -google news follower

সকালে নগরের দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদকের চট্টগ্রাম-১ এর উপ পরিচালক মো. লুৎফুল কবির চন্দন।

তিনি জানান, ২০১০-১১ সালে আসামিরা পরস্পর যোগসাজশে মিথ্যা ঘোষণা দিয়ে আনা পণ্য প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে খালাস করে মোট ২ কোটি ৬৬ লাখ ২৯ হাজার টাকা কাস্টমস ডিউটি ফাঁকি দেয়।

- Advertisement -islamibank

আসামিদের মধ্যে কাস্টমসের বেশ কয়েকজন সাবেক রাজস্ব কর্মকর্তাও রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM