একদিনের ব্যবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নতুন ১৯ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত হাসপাতালের তথ্য অনুযায়ী, নতুনভাবে ১৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মোট ২৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ১০৮ জন রোগী। বাকিরা সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ বলেন, নিয়মিত ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। অনেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন। ন্যাশনাল গাইডলাইন মেনে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
জয়নিউজ/হিমেল/পিডি