স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দুইদিনের সফরে ভারতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ঢাকা থেকে রওনা হবেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।
নয়াদিল্লিতে বুধবার (৭ আগস্ট) সকাল ১১টায় দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে ১৬ সদস্যের বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন আসাদুজ্জামান খাঁন কামাল। ৪ জন সহকারী সচিব মন্ত্রীর সফরসঙ্গী থাকবেন বলে জানান অপু।
বৈঠকে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এটি দুইদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠক।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
জয়নিউজ/আরসি