মিন্নির বিষয়ে বিস্তারিত শুনবেন হাইকোর্ট

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদনের ওপর শুনানির দিন পিছিয়েছেন হাইকোর্ট।

- Advertisement -

মঙ্গলবার (৬ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এসময় শুনানির দিন আগামী বৃহস্পতিবার (৮ আগস্ট) ধার্য করেছেন আদালত।

- Advertisement -google news follower

মিন্নির আইনজীবী জেড আই খান পান্না জামিন আবেদনের ওপর শুনানি করতে চাইলে আদালত তাকে বলেন, এ মামলা আমরা বিস্তারিত শুনব। তাই অনেক সময় লাগবে। আমরা যদি এ মামলা আজ শুনানি করি তাহলে অন্য মামলাগুলো শোনার সময় পাব না। এ কারণে এ মামলা শুনানির জন্য আমরা শেষের দিন বৃহস্পতিবার রাখছি।

আদালতে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

এর আগে সোমবার (৫ আগস্ট) আয়শা সিদ্দিকা মিন্নির জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM