রাউজানের নোয়াজিশপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) সকালে নোয়াজিশপুর ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার্দি সিকদারের সভাপতিত্বে ও শিক্ষক তৌহিদুল আলমের সঞ্চালনায় অদুদিয়া উচ্চ বিদ্যালয় হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় টেলিকনফারেন্সে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বক্তব্য রাখেন।
তিনি সভায় উপিস্থিত শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধির উদ্দেশে বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। রাউজানকে ডেঙ্গুমুক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ির আঙিনায় ও সড়ক পরিস্কার রাখতে হবে।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সাবেক প্রকৌশলী কামাল উদ্দিন, উপজেলা কৃষি অফিসার বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌহিদ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন অফিসার শাহ ই জাহান, রাউজান থানার এসআই মৃদুল কান্তি বড়ুয়া, সমাজসেবক আহম্মদ ছগির চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন অদুদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মুৎসুর্দী, ফতেহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহিনুর আকতার, স্কুল পরিচালনা কমিটির সদস্য জসিম উদ্দিন প্রমুখ।
সভা শেষে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিপলেট বিতরণ করা হয়। এসময় ফগার মেশিন দিয়ে ওষুধ স্প্রে করে মশক নিধন অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জেনায়েদ কবির সোহাগ।