বেশ কয়েকদিন ধরে ভারী বর্ষণে ডুবে গেছে ভারতের কর্নাটক। এর মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্র ভেঙ্কটেশ ( ১২ ) একটি অ্যাম্বুলেন্স চালককে সহায়তা করে হিরো বনে গেছে!
ঘটনাটি ঘটেছে কর্নাটকের রায়চুর জেলার হিরেরায়ানাকুমপি গ্রামে।
পানির তীব্র স্রোতের কারণে রাস্তা চেনা কঠিন হয়ে পড়েছিল অ্যাম্বুলেন্স চালককের কাছে। পাশেই খেলছিল ভেঙ্কটেশ। এসময় অ্যাম্বুলেন্স চালক সাহায্য চাইতেই রাজি হয় ভেঙ্কটেশ।
সেই দিনের ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায় কোমরসম পানিতে আগে আগে এগিয়ে যাচ্ছে ভেঙ্কটেশ। পেছনে পেছনে আসছে অ্যাম্বুলেন্স। পথ দেখাতে গিয়ে ২/১ বার হোঁচটও খেয়েছে সে।
তবে দৃঢ়চেতা ভেঙ্কটেশ হাল ছাড়েনি। তার সাহায্যে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পেরেছে হাসপাতালে। ওই সময় অ্যাম্বুলেন্সে ছয়জন অসুস্থ শিশু এবং একজন নারীর মরদেহও ছিল। এমন সাহসিকতা ও দায়িত্ববোধের জন্য ভেঙ্কটেশকে পুরস্কৃত করা হয়েছে।
ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট তার হাতে স্বীকৃতিপত্র তুলে দেওয়া হয়।