এবার পাকিস্তানে পারমাণবিক হামলার হুঁশিয়ারি ভারতের

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। দুই দেশের সীমান্তে উভয়পক্ষের গোলাগুলিতে বৃহস্পতিবার আটজন সেনা সদস্য নিহত হয়েছেন। এরমধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন।

- Advertisement -

শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজস্থানের পোখরানে সেনা মহড়া অনুষ্ঠানে বলেন, ‘এখনও পর্যন্ত পরমাণু অস্ত্র নিয়ে প্রথম ব্যবহার নীতিতে চলে না ভারত। তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই নীতিরও পরিবর্তন হতে পারে।’

- Advertisement -google news follower

এদিকে জম্মু-কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

জয়নিউজ/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM