‘অগ্রগতির পথ বন্ধ করার ষড়যন্ত্র ছিল ১৫ আগস্ট’

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আবদুল মান্নান ফেরদৌস বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যার মাধ্যমে এদেশের অগ্রগতির পথ রুদ্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল খুনিরা। সেই একই উদ্দেশ্যে খুনিরা ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা করতে চেয়েছিল। কিন্তু তাদের সে আশা পূরণ হয়নি।

- Advertisement -

শুক্রবার (৩০ আগস্ট) বায়েজিদ থানা যুবলীগ-স্বেচ্ছাসেবকলীগ-ছাত্রলীগ আয়োজিত এক শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

এসময় তিনি ১৫ আগস্ট ও ২১ আগস্টের বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িততের ফাঁসি দাবি করেন।

নগর যুবলীগ নেতা আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মোহাম্মদ কামালের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ এয়াকুব, কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী, বেলায়ত হোসেন রুবায়েত, জিয়া আমানত হায়াত নয়ন, আব্দুল হামিদ নয়ন, মাহফুজুর রহমান, হেলাল উদ্দীন, আলমগীর টিপু, আলী আজম সুজন, সার্জেল ফারুক বাবু।

জয়নিউজ/আরডি/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM