সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন, তরুণরা জাতির ভ্যবিষৎ, আপনাদের হাতে আগামীর বাংলাদেশ। চাকরির পেছনে না ঘুরে আপনারা উদ্যোক্তা হোন।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চন্দনাইশ ছাত্রঐক্য চট্টগ্রাম আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় চন্দনাইশ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এলাকার সমস্যা সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেবে আওয়ামী লীগ সরকার। অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব যে অপরিসীম তা অনেক আগে থেকেই অনুভব করতে সক্ষম হই। চন্দনাইশ উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ করা হবে।
তিনি উপজেলায় ব্যবসায়ীদের ইকোনমিক জোন গড়ার ক্ষেত্রে সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বাস দেন।
বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী বলেন, দুর্নীতি বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে। অসামাজিক কাজে তরুণদের আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিতি ছিলেন রিহ্যাব চট্টগ্রাম সভাপতি ও চন্দনাইশ সমিতির সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার একরাম হোসেন, যমুনা টেলিভিশন চট্টগ্রামের ব্যুরো প্রধান জামশেদুর রহমান, চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য মামুনুর রশীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, চন্দনাইশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক এমএ হোসাইন, চন্দনাইশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী।
প্রধান সমন্বয়ক আদিল কবির ও ছাত্র ঐক্যের সভাপতি মাসুদ পারভেজের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে অতিথিদের প্রশ্ন করেন সাংবাদিক গোলাম সরওয়ার, খোরশেদুল আলম ইমতিয়াজ, ছাত্রঐক্যের সাধারণ সম্পাদক তানিমুল আদনান তানিম, আব্দুর সবুর অপু, ওয়াহেদ ভূঁইয়া, শরিফুল ইসলাম সাজ্জাদ, জোনায়েদ সাকিব, বেলাল উদ্দিন সুজন, নুরুল কবির, আনিসুর রহমান, মোহাম্মদ ইলহাম, মুজিবুর রহমান, সাইদুল মান্নান সায়েম, আবদুল আজিজ, ইমতিয়াজ আহমেদ রাকিব, মিনহাজ, সাজ্জাদ হোসেন, তনিমা ইসলাম, আবির রায়হান, মাসুদ চৌধুরী ও আরফাত আবির প্রমুখ।
উল্লেখ, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত উদ্যোক্তা ও শিক্ষার্থীরা বক্তাদের কাছে উদ্যোক্তা উন্নয়নে গবেষণা, আর্থিক প্রতিষ্ঠানের অনার্থিক সাহায্য-সহযোগিতা (প্রশিক্ষণ, সেমিনার) ইত্যাদি বিষয়ে প্রশ্ন করেন। প্রশ্নের জবাবে আমন্ত্রিত আলোচকেরা বলেন, দেশের সার্বিক উদ্যোক্তা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। ব্যাংক, উদ্যোক্তা, গবেষক, সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান সবাই সমন্বিত হয়ে কাজ করলে সার্বিক অর্থনীতির সুফল পাওয়া যাবে।
চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম ও চন্দনাইশ মিডিয়া ক্লাব- চট্টগ্রামের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
জয়নিউজ/কাউছার/বিআর